ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাফ চ্যাম্পিয়ন হওয়ায় মেয়েদের অভিনন্দন স্পিকারের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
সাফ চ্যাম্পিয়ন হওয়ায় মেয়েদের অভিনন্দন স্পিকারের

ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসেদর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

রোববার (০৭ অক্টোবর) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।  

অভিনন্দন বার্তায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী ফুটবল দলের অবিস্মরণীয় বিজয় ভবিষ্যতে আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে।

 

রোববার সন্ধ্যায় নেপালের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা। ভুটানের থিম্পু স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন মাসুরা পারভিন।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।