ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
রাজাপুরে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

ঝালকাঠি: ধর্ষণ মামলায় ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. বাবুল তালুকদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাগড়ি-বাশতলা এলাকার ইউসা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাবুল তালুকদার উপজেলার চাড়াখালি গ্রামের মৃত মো. মোন্তাজ তালুকদারের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)/৩০ এর ধারার একটি মামলায় এজাহার নামীয় আসামি বাবুল তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর ইউপি সদস্য বাবুল তালুকদারসহ ৩ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় ওই ধর্ষণ মামলা দায়ের হয়। মামলার অভিযোগে ২৩ সেপ্টেম্বর উপজেলার চাড়াখালী গ্রামে নবম শ্রেণির এক শিক্ষার্থী (১৪) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮ 
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।