রোববার (৭ অক্টোবর) গভীর রাতে শহরের ফলপট্টি মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- শ্যামল সাহার মাতৃ ভাণ্ডার, নকুল সাহার নকুল স্টোর, মিল্টন সাহার বিমল স্টোর, ইদ্রিস শেখের ইদ্রিস স্টোর এবং সুমন সমাদ্দারের ফিস ফিডের দোকান।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেব নাথ বাংলানিউজকে জানান, বাগেরহাট ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরিই মধ্যে ৫টি দোকান পুড়ে যায়। তবে পলিথিন জাতীয় বস্তু থাকায় আগুন সম্পূর্ণ নেভাতে কিছুটা সময় লেগেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হিরন জানান, রাত দেড়টার দিকে আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ৫টি মুদি দোকান পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
আরএ