ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে হাতবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
গাংনীতে হাতবোমা উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রাম থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

সোমবার (৮ অক্টোবর) বেলা ১০টার সময় গোপলনগর গ্রামের বটপাকড় গাছের শিকড়ের মধ্যে থেকে লাল স্কচটেপ মোড়ানো হাতবোমাটি উদ্ধার করেন গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) জাফর।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা পাকড় গাছের শিকড়ের মধ্যে বোমাটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখেছে।  
এলাকায় ভীতি সৃষ্টি করতে দুস্কৃতিকারীরা বোমাটি রাখতে পারে বলে ধারণা পুলিশের।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।