ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৯৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
বরিশালে ৯৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২ .

বরিশাল: গোপালগঞ্জের ঘোনাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (৮ অক্টোবর) র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (৭ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ এর সদস্যরা।

এ সময় যশোরের ঝিকরগাছ এলাকার চারাতলা নবীনগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. সেলিম হোসেন (৩০) ও শার্শা থানার সোনানদীয়া খামারপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. সিরাজুল ইসলাম রিপনকে (২৫) ৯৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮ 
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।