ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
সলঙ্গায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক আটক ছিনতাইকারীরা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা চড়িয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) সদস্যরা।

সোমবার (৮ অক্টোবর) ভোর রাতে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- উল্লাপাড়া পৌর এলাকার ঝিকড়া তালুকদারপাড়া মহল্লার কসিম উদ্দিন খাঁর ছেলে রঞ্জু খাঁ (৩৫), মৃত রমজান আলীর ছেলে মো. দুলাল (৩৬), মৃত মজশের আলীর ছেলে মো. জাকির (৩০) ও ঝিকড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে মো. মাহবুব রহমান (৪৮)।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মহাসড়কের চড়িয়া এলাকায় সংঘবদ্ধ একটি ছিনতাইকারীচক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই চার ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, দু’টি কাঁচিসহ ছিনতাইয়ে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।  

তারা দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মহাসড়কে ছিনতাই করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।