ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কোটা বহালের দাবিতে সিলেটে মহাসড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
কোটা বহালের দাবিতে সিলেটে মহাসড়ক অবরোধ কোটা বহালের দাবিতে সিলেটে মহাসড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

সিলেট: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে সিলেটে মহাসড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সোমবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে সিলেট ও দক্ষিণ সুরমা শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা নগরের উপকন্ঠে চণ্ডিপুল পয়েন্টে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
 
অবরোধকারীরা এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করে।

অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও তাদের বাধা দেয়নি। পরে দুপুর পৌনে ১টায় তারা অবরোধ উঠিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।