সোমবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে সিলেট ও দক্ষিণ সুরমা শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা নগরের উপকন্ঠে চণ্ডিপুল পয়েন্টে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
অবরোধকারীরা এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করে।
অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও তাদের বাধা দেয়নি। পরে দুপুর পৌনে ১টায় তারা অবরোধ উঠিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এনইউ/আরবি/