ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যদের ৬ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যদের ৬ দফা দাবি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি মঞ্জুরী আক্তার। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: চতুর্থ উপজেলা পরিষদ সংরক্ষিত নারী সদস্যদের ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য ফোরাম।

সোমবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  

ফোরামের সভাপতি মঞ্জুরী আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদা আকতারের পরিচালনায় আট বিভাগের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

 

দাবি গুলো হলো-নির্বাচিত সংরক্ষিত নারী সদস্যদের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ, নিজ ওয়ার্ড বা উপজেলার উন্নয়ন কাজের তদারকি ও বাস্তবায়নের দায়িত্ব প্রদান, উপজেলা পরিষদে নারী সদস্যদের নির্ধারিত বসার কক্ষ বরাদ্দ, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যদের পদ মর্যাদা অনুযায়ী সম্মানী ভাতা প্রদান, উপজেলা পরিষদের স্টান্ডিং কমিটিতে সদস্য রাখা ও নির্বাচনী আয়কর টিন সার্টিফিকেট জমাদান বাতিল।

এ ছয় দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বাংলাদেশ উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য ফোরাম।

পরে ছয় দফা দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ফোরামের সদস্যরা।

শেষে স্থানীয় সরকার মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।  

দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান ফোরামের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।