সোমবার (৮ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ বাঘা এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
উপজেলার বাঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সানা মিয়া বাংলানিউজকে বলেন, স্থানীয়রা কালভার্টের নিচে অর্ধেক পানিতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।
ইউপি চেয়ারম্যান আরও জানান, মরদেহটি স্থানীয়রা অনেকে দেখছেন, কিন্তু মৃত ব্যক্তিকে চিনতে পারেননি। তার পরনে সাদা পাঞ্জাবি ও গলায় গামছা পেছানো ছিল।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় জানার চেষ্টায় সব থানায় ওয়ারলেসে বার্তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এনইউ/এএটি