সোমবার (৮ অক্টোবর) রাজধানীর মীর হাজারীবাগ ব্র্যাক রিজিওনাল অফিসে ‘নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তারা।
কর্মশালায় তেজগাঁও উন্নয়ন সার্কেল অফিসার শাহনাজ সুলতানা বলেন, সমাজে বাল্যবিয়ের প্রধান কারণ নিজের সচেতনতার অভাব।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) আয়ান মাহমুদ বলেন, নারী নির্যাতনের ক্ষেত্রেগুলো আমরা শতভাগ গুরুত্ব দিয়ে থাকি। প্রতিটি থানায় নারী ও শিশু ডেস্ক আছে। সেখানে আপনারা সাহায্য করবেন। সাধারণ জনগণ আমাদের সহযোগিতা করলে, কাজটা অনেক সহজ হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, সমাজে নারী নির্যাতনের মূল সমস্যা হলো বাল্যবিয়ে। নারীর অর্থনৈতিক উন্নয়ন হলেও, এখনো বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব হয়নি। এজন্য আমাদের দেশ অর্থনীতি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি। বাল্যবিয়ের কারণে নারীরা তাদের মেধাকে কাজে লাগাতে পারছেন না। সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন না, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্থানীয় কাউন্সিলর খালেদা আলম, স্বাস্থ্যকর্মী মাকসুরা, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির ম্যানেজার মাহবুবুর রহমান, কোলা কর্মকর্তা রুদমিনা আহমেদ, উপজেলা কর্মকর্তা মুনমুন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
ইএআর/ওএইচ/