সোমবার (৮ অক্টোবর) ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান, তিনি নির্মাণশ্রমিক।
রোববার (৭ অক্টোবর) দুপুরে তিনি কাজের জন্য বাসার বাইরে ছিলেন। বাসায় একা ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। এসময় পাশের বাসার ভাড়াটিয়া মেহেদী তার রুমের দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দিলে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় মেহেদী।
দুপুরের খাবার খেতে এসে রুমে শব্দ পেলে ভেতরে ঢুকে ভিকটিমের স্বামী মেহেদীকে আটকে রেখে স্ত্রীকে নিয়ে স্থানীয় হাসপাতালে যান। হাসপাতাল থেকে পরে থানায় গিয়ে অভিযোগ করেন তারা। পরে পুলিশ মেদেদীকে আটক করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর জানান, ওই নারীর স্বামী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্ত মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এজেডএস/আরআর