ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
ভেড়ামারায় ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রেনে কাটা পড়ে মরিয়ম খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম ওই উপজেলার বাহিরচর ষোলদাগের বামনপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, সকালে মরিয়ম তার মায়ের বাড়ি উপজেলার রায়টা গ্রামে যাওয়ার পথে রেললাইন ধরে হাটছিলেন। এ সময় পেছন থেকে কলকাতা-ঢাকাগামী মৈত্রী ট্রেনে কাটা পরে তিনি মারা যান।

ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার মোজ্জাফোর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরের দিকে মৈত্রী ট্রেন উত্তর রেলগেট পার হলে সেখানে রেললাইন ধরে মরিয়ম একটি বাচ্চা সঙ্গে নিয়ে হাটছিলেন। ট্রেনচালক হর্ন দিলেও তিনি শুনতে না পেরে ট্রেনে কাটা পড়ে মারা যান। এ সময় তার সঙ্গে থাকা শিশু মিরাজ (৫) প্রাণে রক্ষা পায়।  

খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশমরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।