সাংবাদিকদের আপত্তির মুখে পাস হওয়া এই আইন নিয়ে গত ৩০ সেপ্টেম্বর তিন মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে সম্পাদক পরিষদ। ওই বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডাক-টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য আলোচনা চলবে
ওইদিন বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, আগামী ৩ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক আছে, সেখানে হয়তো এ আলোচনা করা সম্ভব হবে না। এর পরের বৈঠকে আলোচনা করে এ আইন নিয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য সম্মতি নিতে হবে। সেই সম্মতি পেলেই আমরা সাংবাদিক নেতাদের নিয়ে আবার বসবো। আলোচনা করে আইন সংশোধন করা হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
তথ্যমন্ত্রী বলেছিলেন, ডিজিটাল ব্যবস্থায় অনেক অপরাধ হচ্ছে। এগুলো দমনের জন্য এ আইন করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা এতে বাধাগ্রস্ত হবে না। তবু সম্পাদক পরিষদ ও সাংবাদিক নেতারা যেসব আপত্তি সামনে নিয়ে এসেছেন সেগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। আরো আলোচনার দরকার আছে।
গত ৩ অক্টোবর মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সোমবার একটি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। একই দিন রাষ্ট্রপতি ডিজিটাল নিরাপত্তা আইন বিলে সই করেছেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আজ কোনো আলোচনা হয়নি।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমআইএইচ/জেডএস