সোমবার (৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট দাদড়া জন্তিগ্রাম মুইনিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের আলী, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, দাদড়া জন্তিগ্রাম মুইনিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুস আলী, সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি সরদার আনোয়ার হোসেন দিপু প্রমুখ।
সমাবেশে ছেলে-মেয়েদের বাল্যবিয়ের হাত থেকে রক্ষার জন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়া সন্তানরা যাতে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে অভিভাবকদের প্রতি সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআই