ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বেরোবিতে মানববন্ধন মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

রংপুর: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ রংপুর জেলার কয়েকটি সংগঠনের উদ্যোগে সোমবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে এ কর্মসূচি পালিত হয়।  

এতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বেরোবি শাখা, রংপুর মহানগর ও জেলা শাখা এবং পীরগাছার ৫ নং ছাউলা শাখার সদস্যরা অংশ নেন।

 

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সজীব হোসাইনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক তহিদুল ইসলাম।

বক্তব্য দেন বেরোবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বঙ্গবন্ধু পরিষদ বেরোবি শাখার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রহমতুল্লাহ বাবলা প্রমুখ বক্তব্য দেন।

এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বেরোবির আহ্বায়ক আরেফিন হোসেন, সংগঠনটির রংপুর মহানগর শাখার আহ্বায়ক মঈনুল ইসলাম, সদস্য সচিব সোহেল রানা, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ মিল্টন, আনোয়ার হোসেন মিঠু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমান্ডের প্রচার সম্পাদক তানভীর আহসান সুমন, কারমাইকেল কলেজ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রেদয়ানুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ উপস্থিথ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।