ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৯ দফা দাবিতে জেলেদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
বাগেরহাটে ৯ দফা দাবিতে জেলেদের মানববন্ধন ৯ দফা দাবিতে জেলেদের মানববন্ধন

বাগেরহাট: বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলিং ট্রলারের তাণ্ডব, জলদস্যুদের অব্যাহত হামলা বন্ধ, জেলেদের দুর্যোগপূর্ণ ভাতা, জিপিআরএস, ওয়াকিটকি সুবিধাসহ নয় দফা দাবিতে বাগেরহাটের শরণখোলায় মানববন্ধন ও সমাবেশ করেছে ফিশিং ট্রলার মালিক সমিতি ও জেলেরা।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে এক সমাবেশের মাধ্যমে নিজেদের নয় দফা দাবি সরকারের কাছে তুলে ধরেন জেলেরা।

শরণখোলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস।  

সমাবেশে বক্তব্য রাখেন- শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কৃষ্ণ রায়, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার, আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন, মৎস্য ট্রলার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও দস্যুদের তাণ্ডবসহ নানা ধরণের সমস্যা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা মৎস্য আহরণ করে। দেশের জন্য বৈদেশিক মুদ্রাও অর্জন করে। কিন্তু জেলেরা মারাত্মকভাবে অবহেলিত। এজন্য জেলেদের সঠিক মূল্যায়ন করতে হবে।

সরকারিভাবে সব জেলেকে মৎস্যজীবী হিসেবে স্বীকৃতি দিয়ে জেলে কার্ড করে দিতে হবে। সরকারিভাবে জেলেদের জন্য পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, সম্প্রতি শরণখোলার নয়জন জেলে নিখোঁজ হয়েছেন। এসব জেলেদের উদ্ধার ও জেলে পরিবারের পুনর্বাসনসহ নয় দফা দাবি সরকারকে কার্যকর করতে হবে। এ দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জেলেরা।

বাংলাদেশ  সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।