ডাকাতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের মৃত কাঞ্চন শেখের ছেলে রহুল আমির শেখ (২৫) ও একই জেলার কাশিয়ানী উপজেলার মো. নূর ইসলাম মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪)।
সোমবার (৮ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দিতে অভিযান চালানো হয়। এ সময় আন্তঃজেলা ডাকাত দলের ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দু’টি রামদা, দু’টি ছোরা, একটি ছেনদা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ ডজন মামলা রয়েছে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০০, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস