সোমবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও বাকৃবি সাংবাদিক সমিতি এর আয়োজন করে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ত্রিভুজ।
নারী অধিকার রক্ষার্থে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় ১৫ অক্টোবরকে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ২০০৮ থেকে এর সদস্য দেশগুলো এ দিবসটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন শুরু করে। তবে ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে এ দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়।
১৯৯৭ থেকে উইমেন ওয়ার্ল্ড সামিট ফাউন্ডেশন নামের এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এ দিবসটি পালনে বিভিন্ন দেশে উদ্বুদ্ধকরণ কর্মসূচির বাস্তবায়ন করে। ১৯৯৮ থেকে বিভিন্ন দেশে এ দিবসটি পালিত হয়ে আসছে।
‘কৃষি ক্ষেত্রে গ্রামীণ নারীর অবদানের স্বীকৃতি’ শীর্ষক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি শাহীদুজ্জামান সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
বিশেষ অতিথি ছিলেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান, মানুষের জন্য ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক শাহীন আনাম।
প্রধান বক্তা হিসেবে ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহফুজা বেগম, তথ্য উপাত্ত উপস্থাপন করেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.ইসমত আরা বেগম এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের জেন্ডার অ্যাডভাইজর বনশ্রী মিত্র নিওজী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস