সোমবার (০৮ অক্টোবর) দুপুরে ডিসি ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের হাতে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি হুমায়ন রশিদ সোহাগের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রিয়াদুল ইসলাম রানার পরিচালানায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ, সদরের আহ্বায়ক মো. মন্জুরুল ইসলাম মন্জু, মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ড মুক্তিযোদ্ধা পল্লী শাখার সভাপতি মো. ফরহাদ আলম খান সোহেল, সাধারণ সম্পাদক এবিএম ফজলে রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএএএম/ওএইচ/