ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে কোটা বহালের দাবিতে স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
ময়মনসিংহে কোটা বহালের দাবিতে স্মারকলিপি ডিসির হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ছয় দফা দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সোমবার (০৮ অক্টোবর) দুপুরে ডিসি ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের হাতে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি হুমায়ন রশিদ সোহাগের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রিয়াদুল ইসলাম রানার পরিচালানায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ, সদরের আহ্বায়ক মো. মন্জুরুল ইসলাম মন্জু, মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ড মুক্তিযোদ্ধা পল্লী শাখার সভাপতি মো. ফরহাদ আলম খান সোহেল, সাধারণ সম্পাদক এবিএম ফজলে রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।