সোমবার (০৮ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রঞ্জুর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামে।
নলডাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল হোসেন বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন এসে দাঁড়ায়। এসময় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা রঞ্জু ওই ট্রেনের নিচ দিয়ে পার হতে গেলে ট্রেনটি চলতে শুরু করে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে এবং বাম পায়ের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআই