সোমবার (৮ অক্টোবর) বিকেলে ঘাটাইল পৌরসভা সংলগ্ন খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে। নাজিম উদ্দিনের বাড়ি উপজেলা সদরের রতনপুর গ্রামে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বাংলানিউজকে জানান, জামুরিয়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের আছাদ কয়েকদিন আগে একটি নতুন মিনিট্রাক কিনেছেন। বিকেলে তিনি ঘাটাইল হাইস্কুলের মাঠে ট্রাক চালানো শিখছিলেন। এদিকে নাজিম উদ্দিন বাইসাইকেলে করে ওই মাঠ দিয়ে বাজারে যাওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় নাজিমকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ট্রাকের মালিক আছাদকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআই