ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ভারতের পরিবহন প্রতিমন্ত্রী মানসুখ মান্দাভাইয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
ঢাকায় ভারতের পরিবহন প্রতিমন্ত্রী মানসুখ মান্দাভাইয়া মানসুখ মান্দাভাইয়া। ফাইল ফটো

ঢাকা: দুইদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন, হাইওয়ে, শিপিং বিষয়ক প্রতিমন্ত্রী মানসুখ মান্দাভাইয়া।

সোমবার (০৮ অক্টোবর) বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছান। ‘দ্বিতীয় এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিস্টিক ফোরাম’ এর বৈঠকে যোগ দিতে তিনি ঢাকায় এসেছেন।

সূত্র জানায়, সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনারের দেওয়া নৈশভোজে অংশ নেন মানসুখ মান্দাভাইয়া। নৈশভোজে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীসহ সরকারের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
টিআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।