সোমবার (০৯ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহম্মদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে।
কুষ্টিয়া সদর ফাঁড়ির ইনচার্জ সন্তু বিশ্বাস বাংলানিউজকে জানান, রাত ১১টার দিকে ওই বাড়ির মালিক পুলিশকে ফোন করে জানান নুর মোহম্মদ হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হাসান বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই নুর মোহম্মদ মারা যান। তার দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এনটি