মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আফছার মণ্ডলের ছেলে আব্দুস ছালাম ( ৪৫), তার (আব্দুস ছালাম) ছেলে তৌফিক ইসলাম (২৭) এবং পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার আহাদ আলীর ছেলে রনি (২৪)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি বাংলানিউজকে জানান, দুপুরে বাবা-ছেলেসহ ওই তিনজন মোটরসাইকেলে করে পত্নীতলা থেকে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে পুঁইনা নামক স্থানে একটি ট্রাক সামনে থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে মৃতদেহগুলো উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআই