ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা বাতিলের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদশ মারমা স্টুডেন্ট ফোরাম।

মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বাংলাদশ মারমা স্টুডেন্ট ফোরাম কলেজ শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্যফু মারমা, কলেজ শাখার সভাপতি মাপ্রু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক নিং নিং মারমা, তথ্য ও প্রচার সম্পাদক চেংশিমং মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কলেজ শাখার অর্থ সম্পাদক মেরিন বিকাশ ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট প্রতিনিধি বিমল কান্তি চাকমা, সাথোয়ং মারমা প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর জাতিগোষ্ঠীর সঙ্গে সমানতালে এগিয়ে নিতে হলে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ কোটার প্রয়োজন রয়েছে।  

এ সময় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে এ কোটা পূর্ণবহালের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এডি/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।