ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোছা. সেতু খানম (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চরপিংগলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সেতু খানম ওই উপজেলার রাজপাট গ্রামের ওর্য়ালেস শরীফের মেয়ে।

সে রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, চাচার বাড়ি চরপিংগলিয়া গ্রামে বেড়াতে এসেছিল সেতু খানম। সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পারাপরের সময় গোপালগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি জিপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি বলেন, গাড়িটি মুকসুদপুর থেকে জেলা সদরে আসছিল। এ ঘটনায় ওই জিপের চালক মো. হারুনুর রশিদকে আটক করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।