ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় নতুন ডি‌সির যোগদান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
সাতক্ষীরায় নতুন ডি‌সির যোগদান  জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল

সাতক্ষীরা: সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন এসএম মোস্তফা কামাল।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের বাংলোতে বিদায়ী ডিসি মোহাম্মদ ইফতেখার হোসেনের কাছ থেকে তি‌নি দায়িত্ব বুঝে নেন।  

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ আবদুল সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তহমিনা খাতুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

 

এর পরপরই‌ তি‌নি মু‌ক্তিযুদ্ধে সাতক্ষীরার প্রথম শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে ফুল ‍দিয়ে ডিসি হিসেবে কার্য শুরু করেন।  

এর আগে, নবাগত ডিসি মোস্তফা কামাল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন।

২১তম বি‌সিএ‌স এর এই কর্মকর্তা ২০০৮ সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সহকারি কমিশনার (ভূ‌মি) পদে কর্মরত ছিলেন। পরে তিনি সাতক্ষীরায় স্বল্প সময়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটেরও দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।