মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ টহল চলে।
টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার বাংলানিউজকে জানান, বিওপির নায়েক সুবেদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল দু’টি স্পিডবোটে করে প্রতিপক্ষ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ পিয়ানবু ক্যাম্পের পুলিশ মেজর মিন্ট টাইয়ের নেতৃত্বে ১০ সদস্যর একটি টহল দল স্পিডবোটে করে নাফ নদীতে যৌথ টহল পরিচালনা করে।
তিনি বলেন, টহলে মাদক পাচার বিশেষ করে ইয়াবা, নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধের জন্য উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যেকোনো বিষয়ে বিওপি/ক্যাম্প/ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন।
শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, গত বছরের মার্চ মাসে ৪টি, জুনে ৪টি, জুলাইয়ে ৫টি, আগস্টে ৫টি, সেপ্টেম্বরে ৫টি এবং চলতি বছরের অক্টোবরে ২টিসহ এ পর্যন্ত দু’দেশের ২৫টি যৌথ টহল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
এছাড়া আগামী ১২ অক্টোবর বিজিপির সঙ্গে যৌথ টহল পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
আরবি/