সোমবার (৮ অক্টোবর) দিনগত রাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৯ অক্টোবর) আটকদের নামে সন্দেহজনক মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানা পুলিশ।
আটকরা হলেন- পঞ্চগড়ের ইসলামবাগ এলাকার ইউসুফ আলীর ছেলে হোটেল ম্যানেজার সাজু (২৬), নিউমার্কেট এলাকার আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমান অপু (৩০), তুলারডাঙ্গা এলাকার সলেমান আলীর ছেলে রমজান (২৩), তুলারডাঙ্গা এলাকার রামপালের ছেলে অনিল দাশ (৪৫), তুলারডাঙ্গা এলাকার রফিকুল ইসলামের ছেলে নাজিমদ্দিন নাজিম (৩৪), পুরাতন ক্যাম্প নিমনগর এলাকার বরকত আলীর ছেলে সিদ্দিকুর রহমান (২২), পুরাতন পাম্প নিমনগর এলাকার কাজিমদ্দিনের ছেলে রাজু (২৭) ও দিনাজপুরের কোতয়ালি থানার বালুবাড়ি এলাকার এসএ রাজ্জাকুর রিপুর স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০), একই এলাকার মনজুরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রবির নের্তৃত্বে পুলিশের একটি টিম সোমবার রাতে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ওই সাতজনকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআরএস