মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে মহানগরের দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উত্তরপাড়ার বাদল শেখের ছেলে মো. শিপন (১২) ও মেয়ে সামিয়া খাতুন (১৮ মাস)।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, শিপন ও সামিয়া নিজ বাড়ির নির্মাণাধীন সানশেডের নিচে খেলা করছিলো। এ সময় সানশেড ধসে তাদের গায়ে পড়ে। এতে ঘটনাস্থানেই তাদের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন বাড়িটি টিনশেডের। সানশেডে কোনো রড ছিলো না। সিমেন্টও কম দেওয়া হয়েছে। যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানান, উত্তর দেয়ানা এলাকার রিকশাচালক বাদল শেখ তার নিজ জমিতে টিনশেডের এ ঘরটি নির্মাণ করছিলো।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমআরএম/আরবি/