ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার শহরে ইজিবাইকের (ব্যাটারিচালিত থ্রি হুইলার) চাকায় ওড়না পেঁচিয়ে নিরু আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

নিরু আক্তার উত্তর নুনিয়াছড়া এলাকার মো. দুলালের মেয়ে। সে স্থানীয় হাজী হাসান আলী প্রাথমিক বিদ্যলয়ের স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শহরের উত্তর নুনিয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার সামনে থেকে ইজিবাইকে করে স্কুলে যাচ্ছিল নিরু। এসময় ইজিবাইকের চাকায় নিরুর ওড়না পেঁচিয়ে যায়। এ অবস্থায় তার চিৎকার শুনে চালক গাড়িটি থামালে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে  জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। তবে শিশুটির পরিবার মামলা করতে রাজি নন। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।