ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (০৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।  

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২ ডিসেম্বর নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আব্দুল বারীর ছেলে শাহজাহান খানকে তার স্ত্রী কোহিনুর বেগম ও পরকীয়া প্রেমিক দোহা সহযোগীদের নিয়ে হত্যা করে।

 

এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ৯ বছর শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্ত্রী কোহিনুর বেগম, পরকীয়া প্রেমিক দোহা ওরফে দুইস্যা, সহযোগী আবুল খায়ের এবং গোলাপ মিয়াকে মৃত্যুদণ্ড দেন। মামলার অপর দুই আসামি মোখলেছুর রহমান ও আলামিনকে বেকসুর খালাস দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল খায়ের ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছে।  

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাভোকেট শাহআলম বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি।  
বিবাদী পক্ষের আইনজীবী একেএম আব্দুল হাই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা উচ্চ আদালতে যাব।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।