মঙ্গলবার (০৯ অক্টোবর) আইনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হত্যার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয় এতে।
নূর মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আনিসুল হক।
সোমবার (০৮ অক্টোবর) দিবাগত রাতে কুষ্টিয়া শহরের বাবর আলী রোডের বাড়িতে ঢুকে সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসই/টিএ