ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাব-রেজিস্ট্রার হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না: আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
সাব-রেজিস্ট্রার হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না: আইনমন্ত্রী

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (০৯ অক্টোবর) আইনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হত্যার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয় এতে।


 
নূর মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আনিসুল হক।
 
সোমবার (০৮ অক্টোবর) দিবাগত রাতে কুষ্টিয়া শহরের বাবর আলী রোডের বাড়িতে ঢুকে সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।