মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরিশাল জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, মন্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠনের কথা বলা হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, র্যাব ৮ এর প্রতিনিধি ক্যাপ্টেন খালেদ, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মূখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এসএম ইকবাল প্রমুখ।
সভায় সরকারের পক্ষ থেকে বরিশাল মহানগর ও জেলার প্রতিটি পূজা মন্ডপে ৫শ’ কেজি চাল বরাদ্দের কথা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএস/এএইচ