ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নদীতে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহননের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
নদীতে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহননের চেষ্টা

বরিশাল: বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে জিন্নাত হাসান নোভা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহননের চেষ্টা করেছে।

নোভা নগরীর ফরেস্টার বাড়ি এলাকার মনির হোসেনর মেয়ে। সে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতু থেকে ওই স্কুলছাত্রী নদীতে ঝাঁপ দেয়। তাৎক্ষণিক নদীর তীরের লোকজন ও জেলেরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্কুল ড্রেস পরিহিত এক ছাত্রী দপদপিয়া সেতুর থেকে নদীতে ঝাঁপ দেয়। তাৎক্ষণিক নদীর তীরের লোকজন ও জেলেরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অলোক চৌধুরী গিয়ে ওই স্কুলছাত্রীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নোভা কিছুটা মানসিক ভারসাম্যহীন, তার চিকিৎসা চলছে। সে এ ধরনের কর্মকাণ্ড আগেও ঘটিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, নদী থেকে উদ্ধারের পর নোভাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।