মঙ্গলবার (০৯ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মন্দিরে তাকে অভ্যর্থনা জানান মন্দির কমিটি।
সূত্র আরও জানায়, তিনদিনের সফরে সোমবার (৮ অক্টোবর) ঢাকায় আসেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী মানসুখ মান্দাভাইয়া। মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান তিনি। এসময় তিনি সেখানে প্রার্থনা করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকার ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইয়া, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উইকি প্রমুখ।
ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী মানসুখ মান্দাভাইয়া ‘দ্বিতীয় সাউথ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিস্টিক ফোরাম’ এর বৈঠকে যোগ দিতে সোমবার বিকেলে ঢাকায় আসেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
টিআর/ওএইচ/