মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরের চরমুক্তারপুর এলাকায় ছেলে হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ অক্টোবর ৫ বছরের শিশু সাহাদ দেওয়ানকে তার বাবা জুলহাস দেওয়ান (৪৫) গলা টিপে হত্যা করে।
পরদিন ১৬ অক্টোবর মুন্সিগঞ্জ সদর থানায় সাহাদের মা তানিয়া বেগম স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জুলহাস দেওয়ানকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।