মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদা বেগম ওই এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী।
দেবিদ্বার, বি-পাড়ার সিনিয়র সার্কেল শেখ মোহাম্মদ সেলিম ও দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ থানা নিয়ে যান।
এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) প্রেম ধন মজুমদার বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধার মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআরএস