ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মদ-গাঁজাসহ আটক ৫ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
ময়মনসিংহে মদ-গাঁজাসহ আটক ৫  ...

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযানে মদ, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও তিন জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন শহরের পুরাতন পুলিশ ক্লাব রোড এলাকায় অভিযান চালিয়ে চার বোতল মদসহ মো. মন্তাজ মীর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

একই দিনে ফুলপুর উপজেলার কাতলী এলাকা থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ মো. বাবুল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়া ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল এলাকা থেকে জুয়া খেলার সময় শামসুল হক (৫০), ইদ্রিস আলী (৬০) ও শাহা আলী ফকিরকে (৫০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, পরে এসব ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।