ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে যমুনা নদীতে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
সিরাজগঞ্জে যমুনা নদীতে শিশু নিখোঁজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে শুভ শেখ (৪) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুভ পৌরসভা এলাকার একডালা পূর্ণবাসন বাজার এলাকার শাকিল শেখের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল হামিম বাংলানিউজকে জানান, বিকেলে শিশুটিকে সঙ্গে নিয়ে যমুনায় গোসল করতে আসেন তার মা ও চাচী। তারা নদীর পাড়ে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তে যমুনার  ভেসে যায় শুভ।  

পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে খোঁজ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসেও অনুসন্ধান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

 রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা রাতেই চলে আসবেন। সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।