মঙ্গলবার (০৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শ্যামপুর মিরহাজারীবাগ চৌরাস্তা মোড়ে গণসংযোগ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
দীর্ঘ ১৪ বছর পর বুধবার (১০ অক্টোবর) ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় নৃশংস গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।
২১ আগস্ট গ্রেনেড হামলার টার্গেট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ গ্রেনেড হামলার মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাকে হত্যার জন্যই এই গ্রেনেড হামলা করা হয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলায় ‘আওয়ামী লীগ সুবিধাভোগী’ এবং এ ঘটনায় বিএনপির কেউ জড়িত ছিলো না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের যে মিথ্যাচার- যদি মিথ্যার ওপর কোনো নোবেল পুরস্কার থাকতো মিথ্যাচারের জন্য সেটা তাকে (মির্জা ফখরুল) দেওয়া উচিত।
‘যখন এই ঘটনা ঘটে তখন খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে এসেছিলেন। এখন আবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মিথ্যাচার প্রমাণ করে তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। ’
‘এক মাসের মধ্যে দেশের চেহারা বদলে যাবে’- বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দিবা স্বপ্ন দেখছেন। মানুষ এখন নির্বাচনের মুডে আছে। সারা দেশে উৎসব শুরু হয়ে গেছে। ’
নির্বাচনের আগে আন্দোলন করতে গেলে গণপিটুনি খেতে হবে বলেও মন্তব্য করেন কাদের।
তিনি বলেন, সহিংসতা, নাশকতা করতে গেলে জনগণ প্রতিরোধ করবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
‘আর নির্বাচন জানুয়ারি কিংবা ডিসেম্বর যখনই হোক না কেনো আওয়ামী লীগ প্রস্তুত আছে। ’
দলের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মাথা গরম করবেন না। উস্কানিতে পা দেবেন না। সবাই সর্তক থাকবেন। উত্তেজিত হবেন না। ’
আক্রান্ত হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন কাদের।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমইউএম/এমএ