ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে ৪ জেলের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
নলছিটিতে ৪ জেলের কারাদণ্ড নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে চার জেলের কারাদণ্ড। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম চরদপদপিয়ার আজিজ মীরের ছেলে জামাল মীর (৩৫), অনুরাগ গ্রামের ছোহরাফ সরদারের ছেলে বাবুল সরদার (৩০), একই গ্রামের শাহীন হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০) ও মগড় গ্রামের মৃত ইসহাক মাঝির ছেলে ছিদ্দিক মাঝি (৫০)।

উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সকালে উপজেলা প্রশাসনের দু’টি টিম অভিযানে নামে। এ সময় সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে চার হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়।  

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এক বছর করে কারাদণ্ড দেন। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।