মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার দয়ারামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিবিড় রাজধানীর যাত্রীবাড়ী ধোলাইপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।
দুলাভাই ফাহাদ ইসলাম দিপু দয়ারামপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজির (বাউয়েট) ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র। তিনি দয়ারামপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাসুমের বাড়িতে ভাড়া থাকেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রোববার (৭ অক্টোবর) দয়ারামপুরে তার দুলাভাই দিপুর ভাড়া বাসায় বেড়াতে আসে শ্যালক নিবিড়। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই বাসার পাশে একটি পুকুরে শ্যালকে সাঁতার শেখাতে নিয়ে যান দিপু। সাঁতার শিখতে গিয়ে একপর্যায়ে পানির নিচে হারিয়ে যায় নিবিড়। এসময় পুকুর সংলগ্ন ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি দল পানির নিচে থেকে ওই শিশুকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ড. আব্দুল্লাহ মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের বাবা-মা ঢাকা থেকে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
জিপি