মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে ওই স্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরেন্দ্র চন্দ্র চট্টগ্রামের পটুয়াটুলির জামালখান লেন এলাকার মৃত যীতেন্দ্র নাথের ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বাংলানিউজকে জানান, বিকেলে ওই স্টেশনের অদূরে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আব্দুলপুর পুলিশ ফাঁড়িতে জানায়। এসময় তারা ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তির পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র ((এনআইডি) পাওয়া যায়। ওই পরিচয়পত্র অনুযায়ী তার নাম-পরিচয় জানা যায়।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে রেললাইনের ধারে ফেলে রেখে গেছে। অথবা ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআরএস