জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রকাশনার মোড়ক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোতালেব হোসেন, র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম নাজমুল হুদা, বেপজার জেনারেল ম্যানেজার (জিএম) আবদুস সোবহান প্রমুখ।
এছাড়া ৬ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের সব বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতারা অংশগ্রহণ করেন।
প্রকাশনাটিতে নীলফামারী জেলার ৬ উপজেলা ও চারটি পৌরসভা এলাকার উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরীসহ বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্প কলকারখানার উৎপাদিত পণ্যকে চিহ্নিত করে “উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারী” শীর্ষক জেলা ব্র্যান্ড বুকের নামকরণ করা হয়।
এছাড়া নানান ঐতিহাসিক নির্দশন, অতীত, স্মৃতি বিজড়িত স্থানের ছবিসহ বিস্তারিত বিবরণ, চরাঞ্চলের কৃষিসহ জীবিকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ছবি স্থান পেয়েছে।
নীলফামারী জেলার নামকরণ ও ইতিহাস ঐতিহ্যের ছবিসহ তথ্য সমৃদ্ধ বিবরণ আছে এ প্রকাশনায়।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
আরএ