মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হেলাল শহরের রহমতগঞ্জ মহল্লার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রায়হান বাংলানিউজকে বলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ পাশে প্রস্তাবিত শিল্প পার্কের পেছনে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য প্রস্ততি নেওয়া হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বলগেট ড্রেজার চালক ও বালু ব্যবসায়ী হেলালকে আটক করা হয়।
পরে এক লাখ টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযানে বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান নির্বাহী এ ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
জিপি