মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, রেল-নৌ যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটি, রৌমারী বাজার বণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করে।
পরিচ্ছন্ন অভিযানের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো- ‘এমন একটি দেশ চাই, চারপাশে ময়লা নাই, এমন একটি রৌমারী চাই, যার চারদিকে ময়লা নাই’।
উপজেলা মোড়, শাপলা মোড় ও থানা মোড়ে পথসভা করার পাশাপাশি রৌমারী বাজার ও উপজেলার ডিসি রাস্তায় পরিচ্ছন্ন অভিযানসহ পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন- রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায়, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, উপজেলা সাব-রেজিস্ট্রার এইচ এম মিরাজ সৌরভ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, রৌমারী সরকারি কলেজের প্রভাষক এম আর ফেরদৌস, উপজেলা গণকমিটির সদস্য সচিব শাহ মোমেন রিপন, মুক্তিযোদ্ধা খ ম সামসুল আলম, হাসানুজ্জামান, এস এম এ মতিন প্রমুখ।
ইউএনও দীপঙ্কর রায় বাংলানিউজকে বলেন, রৌমারী উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনজন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া বিভিন্ন স্থানে ময়লা ফেলার ট্রলি স্থাপন করা হবে। নিয়মিত মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ জনস্বার্থে সচেতনতা বৃদ্ধি কাজ অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এফইএস/এপি/আরবি