তিনি বলেন, আমরা শুধু মুখে বলিনা, জনগণের সামনে সচিত্র উন্নয়ন তুলে ধরেছি।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আছেন বলেই এ উন্নয়ন সম্ভব হয়েছে।
তিনি বলেন, টানা ১০ বছর ক্ষমতায় থেকে পৃথিবীর কোনো রাষ্ট্র নায়কের জনপ্রিয়তা দিন দিন বাড়েনি। শেখ হাসিনার জনপ্রিয়তা ক্রমবর্ধমান। শেখ হাসিনার ওপর দেশের ৬৬ ভাগ মানুষের আস্থা আছে। শেখ হাসিনার মতো মানবতাবাদী, সৎ, কর্মঠ ও সাহসী বিশ্ব নেতৃত্বকে আমরা হারাতে চাইনা।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২৫টি স্বেচ্ছাসেবী সমিতির মাঝে ও জমি অধিগ্রহণের ৯ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণকালে এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক নাজিয়া শিরিণ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
আরএ