সোমবার (০৮ অক্টোবর) ‘মুক্তিযুদ্ধ চেতনা মঞ্চ’র ব্যানারে কর্মসূচি স্থগিত করা হলেও মঙ্গলবার (০৯ অক্টোবর) শাহবাগ মোড়ে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ‘এ আন্দোলন মুক্তিযুদ্ধ মঞ্চের।
আগামী শুক্রবার (১২ অক্টোবর) বিকেল ৪ টায় শাহবাগে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি বুধবার (১০ অক্টোবর) একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় উপলক্ষে নেতাকর্মীদের শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এছাড়া প্রতিদিন জাতীয় জাদুঘরের সামনে বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসকেবি/ওএইচ/