মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় রায় সম্পর্কে সেদিনের নিহত হওয়া মাহবুবুরের বাবা-মার সঙ্গে কথা হলে তারা এ দাবি জানান।
তখনকার বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার দেহরক্ষী নিহত মাহবুবুরের বাবা হারুন-অর রশীদ বাংলানিউজকে বলেন, ‘মামলার বিচারে যে রায় দেওয়া হবে সেটাই মেনে নেবেন।
নিহত মাহবুবুরের মা হাসিনা বেগম বাংলানিউজকে বলেন, ‘আমার মতো আর কারও মায়ের বুক যাতে খালি না হয়। আমি চাই দোষীদের ফাঁসি দেওয়া হোক। ’
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান তখনকার বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার দেহরক্ষী মাহবুবুর রশিদ।
এদিকে বুধবারের রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যাতে না ঘটে এদিকে লক্ষ্য রাখবে কুষ্টিয়া জেলা পুলিশ।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত বাংলানিউজকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে খেলায় রাখবে পুলিশ। বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় দেওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
জিপি